kalerkantho


বিশ্বসাহিত্য

জন জুলিয়াসের জীবনাবসান

জন জুলিয়াস নরউইচ   

৮ জুন, ২০১৮ ০০:০০জন জুলিয়াসের জীবনাবসান

জনপ্রিয় ব্রিটিশ ইতিহাসবিদ, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব জন জুলিয়াস নরউইচ মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। স্থাপত্যশিল্প, ভ্রমণবিষয়ক রচনা থেকে শুরু করে ইতিহাসবিষয়ক বই লিখেছেন তিনি। তৈরি করেছেন রেডিও ও টেলিভিশনের জন্য বহু প্রামাণ্য অনুষ্ঠান। ব্রিটিশ আইন প্রণেতা বাবার সন্তান জন জুলিয়াস পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব স্ট্র্যাসবার্গ ও অক্সফোর্ডে। জুলিয়াস ১৯৫২ সালে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের চাকরিতে ঢোকেন। কিন্তু ১৯৬৪ সালে সেই লোভনীয় চাকরি ছেড়ে তিনি ইতিহাসচর্চায় মনোযোগ দেন। এরপর রচনা করেন দুই খণ্ডের ‘আ হিস্ট্রি অব ভেনিস (১৯৭৭, ১৯৮১)’, ‘দ্য ইতালিয়ান ওয়ার্ল্ড : হিস্ট্রি, আর্ট অ্যান্ড দ্য জিনিয়াস অব আ পিপল (১৯৮৩)’, ‘ভেনিস : আ ট্রাভেলারস কম্পানিয়ন (১৯৯০)’, এইচ সি রবিনস ল্যান্ডনের সঙ্গে লেখা ‘ফাইভ সেঞ্চুরিস অব মিউজিক ইন ভেনিস (১৯৯১)’-এর মতো বহুল আলোচিত বই। লেখালেখির পাশাপাশি জুলিয়াস হাত দেন প্রামাণ্য চলচ্চিত্র এবং রেডিওর জন্য অনুষ্ঠান নির্মাণের কাজেও। সংগীতেও—বিশেষ করে অপেরা সংগীতে তাঁর ছিল প্রবল আগ্রহ। ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তিনি ইংলিশ ন্যাশনাল অপেরা বোর্ডের সদস্য ছিলেন। ১৯৮৫ সালে তিনি লেখেন অপেরা হাউসের ইতিহাস ‘ফিফটি ইয়ারস অব গ্লিন্ডবোর্ন : অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি’।মন্তব্য