kalerkantho


বিশ্বসাহিত্য

টাইমস সাপ্লিমেন্ট জরিপের শীর্ষ দশ

১১ মে, ২০১৮ ০০:০০টাইমস সাপ্লিমেন্ট জরিপের শীর্ষ দশ

আলি স্মিথ

যুক্তরাজ্যের নিউজ ইউকের সাপ্তাহিক সাহিত্য সাময়িকী ‘টাইমস লিটারারি সাপ্লিমেন্ট (টিএলএস) সম্প্রতি সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ ও লেখকদের মাঝে একটি জরিপ চালায়। বর্তমান সময়ে ব্রিটিশ ও আইরিশ ঔপন্যাসিকদের মধ্যে সেরা লেখক কারা সেটা নির্ধারণ করাই এই জরিপের লক্ষ্য। জরিপে দেখা গেছে, ইয়ান ম্যাকইওয়ান, জুলিয়ান বার্নস, সালমান রুশদি, মার্টিন আমিসের মতো কয়েক দশক আগেও যাঁরা সময়ের প্রধান লেখক হিসেবে বিবেচিত ছিলেন, তাঁদের অবস্থান আর আগের মতো নেই। পাঠকদের মনোযোগ কাড়ছেন আলি স্মিথ, হিলারি ম্যানটেলের মতো ব্যক্তিরা। টিএলএস জরিপমতে, সমালোচক শিক্ষাবিদ ও লেখকদের পছন্দের শীর্ষে রয়েছেন আলি স্মিথ। তাঁর পরেই রয়েছেন হিলারি ম্যানটেল, জুডি স্মিথ, কাজুও ইশিগুরো ও এইমিয়ার ম্যাকব্রাইড। অর্থাৎ শীর্ষ পাঁচজনের চারজনই নারী। জরিপে অংশগ্রহণকারীদের কাছে এমন ১০ জন লেখকের নাম জানতে চাওয়া হয়েছিল, যাঁদের সাম্প্রতিক বই তাঁদের হৃদয়ে গভীর দাগ কেটেছে এবং যাঁদের বই আগামী বছরগুলোতে তাঁরা তীব্রভাবে প্রত্যাশা করে। তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন কোলম টোইবিন, সপ্তম স্থানে নিকোলা বার্কার, অষ্টম স্থানে অ্যালান হোলিংহার্স্ট এবং নবম স্থানে অ্যান এনরাইট। দশম স্থানে রয়েছেন যৌথভাবে সেবাস্টিয়ান ব্যারি ও জন ম্যাকগ্রেগর।  তালিকায় এর পরে রয়েছেন যথাক্রমে ডেভিড সজালে, কেভিন ব্যারি, ডেবোরাহ লেভি, টম ম্যাককার্থি, স্যালি রুনি, ক্যামিলা শামসি, র্যাচেল কাস্ক, গোয়েনডোলিন রিলে, সারাহ ওয়াটারস ও ক্লেয়ার-লুইস বেনেট। এর মধ্যে রুনি ও বেনেটের একটি মাত্র বই প্রকাশিত হয়েছে।মন্তব্য