kalerkantho

শব্দের ঘর

সম্পা পাল

১১ মে, ২০১৮ ০০:০০আমার একটা শব্দের ঘর আছে, আসবাবগুলো সেখানে শব্দের।

শব্দের খোলা জানালায় এলোমেলো হাওয়া।

আর দৈনিক নির্জনে অপেক্ষা।

বাইরে তখন শব্দেরা বৃষ্টি বৃষ্টি খেলে।

 

শব্দজুড়েই আমার পড়ার টেবিল, ওখানে ঝড় হয় বৃষ্টি নামে

বৃষ্টির পর নতুন সূর্য ওঠে আর নতুন কবিতা লেখা হয়।

 

মাঝে মাঝে হলুদ পাখি এসে উঁকি দেয়

শব্দের ঘরে একটা দুইটা পালকও রেখে যায়।

 

কখনো শব্দের ঘর ফাঁকা পড়ে থাকে।

পৃথিবীর নির্জনতায় শব্দ তখন নিজেই নিজেকে খোঁজে।মন্তব্য