kalerkantho


রোদেলা সুকৃতি

বন্ধ চোখে আকাশ দেখা

১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০বন্ধ চোখে আকাশ দেখার ক্ষমতা আমি রাখি

অমাবস্যা রাতেও পূর্ণ চাঁদের আলো

আমাকে আলোকিত করে—

মরুভূমির শুষ্ক বালুতে দাঁড়িয়ে

সমুদ্রের বিশালতা অনুভব করতে জানি—

সমস্ত পৃথিবী আলোকিত করতে পারি আমি

মোমের শিখায়

অসামান্য কিছু করবার জন্য আমার

সামান্যই যথেষ্ট

কোনো প্রতিকূলতাই আমার কূল কেড়ে নিতে পারে না

 

টিকে থাকতে জানি আমি, বাঁচতে জানি। 

 

 মন্তব্য