kalerkantho


মারুফ রায়হান

নক্ষত্রের গান

১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০নিভে যাওয়া নক্ষত্রের গান কে রাখে স্মরণ

নয় মূল্য পরিশোধ—আছে নেবার মানস

আত্মপর আমাদের শুধু চাহিদাপূরণ

অন্ধকার মুছে গেলে আজ অন্ধ কার মন!

 

নতুন তারার জন্ম দেখি ঊষর আকাশে

তার আলো এসে পড়ে স্তব্ধ নিথর সেতারে

এবার উচ্ছ্রিত হবে জানি সুরের ফোয়ারা

পিপাসারহিত ফুসফুসে জাগে বুঝি সাড়া

 

নিজেই নক্ষত্র হবে সাধক-জনম

তার আলো মাখে কৃষ্ণগহ্বর-জখম

পাতালে গচ্ছিত যত অদৃশ্য রতন

স্বচ্ছ হবে তত শুকতারার মতন

 

ধ্বনিতে জ্যোত্স্নায় ফোটে নিভুনিভু প্রাণই

রতিকর্মে, ভোগে মাতে বিন্দুবৎ প্রাণীমন্তব্য