kalerkantho


হাবীবুল্লাহ সিরাজী

খুব অন্ধকার ছিল

১৩ এপ্রিল, ২০১৮ ০০:০০হাবীবুল্লাহ সিরাজী

খুব অন্ধকার ছিল

পাতালের নিদ্রা বুঝি আকাশের চোট

হাওয়া দিলে শিস

জলে বীজ তোলে শির

অপেক্ষার দানারা বধির

মাটি পুষ্ট, তাপে প্রাণ

সাহস-শর্করা...

 

গোমরে মৌমাছি ওড়ে

মূল ও ফুলের জাদু

চিপে দিলে মধু

কুয়াশা ও ঘুমে যত জমা

বিষের বিরহ

অন্ধ জানে নেত্রময় ক্ষমা

ক্ষুধার উপমা...

 

পুবে জাগে যেন ফোটে

ভরা নেত্রে বৃত্ত সুপ্ত ফল

পশ্চিমের ঝাঁপে অন্য ছল

বিন্দু যে তা কেন্দ্রের অনল

মধ্যবর্তী মীমাংসার টান

রুটি মধু গ্রহণের কাল

খুব অন্ধকার ছিল...মন্তব্য