kalerkantho


বিশ্বসাহিত্য

কিম মুরের জিওফ্রে ফেবার জয়

২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০কিম মুরের জিওফ্রে ফেবার জয়

কবি ও লেখক কিম মুরের প্রথম কাব্যসংকলন জিতে নিয়েছে ২০১৬ সালের ব্রিটেনের মর্যাদাপূর্ণ জিওফ্রে ফেবার মেমোরিয়াল প্রাইজ। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কামব্রিয়া কাউন্টিতে জন্ম নেওয়া মুরের পুরস্কারজয়ী বইটির নাম ‘দি আর্ট অব ফলিং’। সম্প্রতি পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ‘দি আর্ট অব ফলিং’ বইটির কবিতায় কিমের দেখা পারিবারিক সহিংসতার প্রভাব ফুটে উঠেছে। নিজের দেখা পারিবারিক সহিংসতার অভিজ্ঞতার আলোকে বইটির কবিতাগুলো লেখেন কিম। এতে উঠে এসেছে ঢাক বাদ্যের শিক্ষক হিসেবে নিজের কাজ থেকে শুরু করে বাবার মঞ্চ বানানোর কাজ, নারী আন্দোলন, ভার্জিনিয়া উলফের ‘অ্যা রুম অব ওয়ানস ওউন’ কবিতায় অনুপ্রাণিত হয়ে আঁকা উল্কির মতো বিষয়। বইয়ের ‘ইন মাই পিপল’ নামের একটি কবিতায় তিনি দেখিয়েছেন, কিভাবে মানুষ শপথ করে—এটা জেনেই যে তিনি আসলে শপথ করছেন। বইয়ের কেন্দ্রীয় সিকোয়েন্স মূলত ‘হাউ আই অ্যাবানডনড মাই বডি টু হিজ কিপিং’ শিরোনামের কবিতা, যাতে সহিংস সম্পর্কে জড়ানো এক নারীর কথা বলা হয়েছে। কিম এর আগে নিউ রাইটিং নর্থ অ্যাওয়ার্ড, এরিক গ্রেগরি অ্যাওয়ার্ড ও জিওফ্রে ড্রিমার প্রাইজ পান। দেড় হাজার পাউন্ড অর্থমূল্যের জিওফ্রে ফেবার মেমোরিয়াল পুরস্কার দেওয়া হয় যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর অনূর্ধ্ব-৪০ বছর বয়সী লেখকদের। তা এক বছর পর পর ফিকশন ও কাব্যগ্রন্থের ওপর পালাক্রমে দেওয়া হয়।


রিয়াজ মিলটনমন্তব্য