kalerkantho


বিশ্বসাহিত্য

নিজের বইয়ের রিভিউ লিখেছিলেন মার্শেল প্রুস্ত!

১০ নভেম্বর, ২০১৭ ০০:০০নিজের বইয়ের রিভিউ লিখেছিলেন মার্শেল প্রুস্ত!

শিল্প-সাহিত্যে সমালোচনা যে খুবই মূল্যবান একটি ব্যাপার, সে বিষয়ে সন্দেহ নেই। কোনো শিল্পকর্ম, রচনা বা বইয়ের রিভিউ কিংবা সমালোচনা পত্রিকায় ছাপা হলে তা সংশ্লিষ্ট শিল্পকর্মটি বা বইটি সম্পর্কে ভক্ত-পাঠকের বাড়তি আগ্রহ সৃষ্টি করে। আর তা যদি আসে কোনো খ্যাতিমান শিল্পী-লেখকের হাত হয়ে বা ইতিবাচকভাবে, সে ক্ষেত্রে তো কথাই নেই। কিন্তু লেখক যখন নিজেই তাঁর বইয়ের রিভিউ লেখেন এবং পত্রিকায় প্রকাশের জন্য অর্থ খরচ করেন, তা একটি ব্যতিক্রম খবরই বলতে হবে। সম্প্রতি একটি চিঠি থেকে জানা গেছে, খ্যাতনামা ফরাসি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মার্সেল প্রুস্ত একবার নিজেই নিজের বইয়ের প্রশংসা করে রিভিউ লিখেছেন। তা প্রকাশের জন্য পত্রিকাওয়ালাদের টাকাও দিয়েছেন। চিঠিটি প্রুস্ত লিখেছেন তাঁর প্রকাশক গ্র্যাসেটের এডিটরকে। প্রুস্ত তাঁর ‘সোয়ানস ওয়ে’ উপন্যাসের রিভিউ লিখেছিলেন। ‘সোয়ানস ওয়ে’ হচ্ছে প্রুস্তের বিখ্যাত সাত খণ্ডের উপন্যাস ‘রিমেমব্রানস অব থিংস পাস্ট’ এর প্রথম খণ্ড। ওই চিঠিতে তিনি এডিটরকে রিভিউটি টাইপ করে পত্রিকায় পাঠাতে বলেন, যাতে তাঁর হাতের লেখার প্রমাণ না থাকে। ওই সময়ে প্রুস্ত ফ্রান্সের ফিগারো পত্রিকার (বর্তমানে ফ্রান্সের প্রথম সারির পত্রিকা) প্রথম পাতায় সেটি ছাপানোর জন্য ৩০০ ফ্রাঁ (বর্তমানে প্রায় ১১৭৫ ডলার) দিয়েছিলেন। এ ছাড়া তিনি তাঁর এক বন্ধুর লেখা একই বইয়ের রিভিউ জার্নাল ‘ডেস ডেবাসটস’ পত্রিকায় ছাপানোর জন্য ৬০০ ফ্রাঁ দিয়েছিলেন। প্রুস্তের লেখা ওই চিঠিটি এবং সোয়ানস ওয়ের একটি দুর্লভ কপি এ মাসেই প্যারিসে নিলামে তোলা হবে। এর দাম পাঁচ লাখ ৮০ হাজার ডলার পর্যন্ত উঠবে বলে আশা করছে নিলাম হাউস সোথবি।মন্তব্য