নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (বরখাস্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (বরখাস্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (বরখাস্ত) মাসুদ রানাসহ ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ে যে ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাদের মধ্যে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্য ৯ আসামিকে নিম্ন আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের সাজায় কোনো পরিবর্তন আসেনি। আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে ২২ আগস্ট এ রায় দেন বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
তিন বছর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তখনকার কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করে লাশ শীতলক্ষ্যায় ডুবিয়ে দেওয়ার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল।
ওই হত্যাকাণ্ডে এলিট বাহিনী র্যাবের কয়েকজনের জড়িত থাকার তথ্য বেরিয়ে এলে বিষয়টি তখন আলোচিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমেও।
যাদের ফাঁসি বহাল
নুর হোসেন
তারেক সাঈদ মোহাম্মদ আরিফ হোসেন
মাসুদ রানা (এম এম রানা)
এমদাদুল হক
আরিফ হোসেন
হীরা মিয়া
বেলাল হোসেন
আবু তৈয়াব
মো. শিহাব উদ্দিন
এস আই পূর্ণেন্দু বালা
আ. আলীম
মহিউদ্দিন মুন্সী
আল আমিন শরীফ
তাজুল ইসলাম
মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন
সৈনিক আসাদুজ্জামান নুর
এনামুল কবীর
মর্তুজা জামান চার্চিল
আলী মোহাম্মদ
মিজানুর রহমান দিপু
রহম আলী
আবুল বাশার
মো. সেলিম
সানাউল্লাহ সানা
শাহজাহান
জামাল উদ্দিন
মন্তব্য