kalerkantho


স্টার অব দ্য উইক

প্রিয়াঙ্কা চোপড়া

৭ জুন, ২০১৮ ০০:০০ প্রিয়াঙ্কা চোপড়া

দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। আমেরিকায় ফিরে গিয়ে ফের আলোচনায় এই অভিনেত্রী—বয়সে ১০ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে নাকি তাঁর প্রেম! গুজবটাকে এবার সত্যি করার মিশনে নেমেছেন তাঁরা। টুইটারে একে অন্যের ছবিতে ‘লাভ’ চিহ্ন এঁকে দিচ্ছেন। ইউএস উইকলি তো দুজনের ডেটের খবরও ফাঁস করে দিয়েছে।মন্তব্য