নবম শ্রেণিতে জেসমিনের সঙ্গে পরিচয়। তবে ওর সঙ্গে তেমন কথা বলতাম না। বলার সুযোগও ছিল না। মেয়েরা আলাদা কক্ষে থাকত। স্যারদের পেছনে পেছনে আমাদের রুমে আসত। আবার ক্লাস শেষে চলে যেত। স্কুলের পাশেই ওদের বাড়ি। কিন্তু জেসমিন ক্লাসে আসত খুবই কম। এলেও অনেক দিন ক্লাস কামাই করত। একদিন দেখি ওরা কয়েকজন মেয়ে বিদ্যালয়ের পাশের পুকুরে সাঁতার কাটছে। তখন লেইজার চলছিল। আমরা টিফিন খেতে বের হয়েছি। দারুণ দস্যি জেসমিনকে দেখে খুবই ভালো লেগেছিল।
ও প্রায়ই আমার দিকে তাকিয়ে থাকত। আমিও সাড়া দিতাম। মন চাইত ওর সঙ্গে গল্প করি। তবে লজ্জায় চুপ থাকতাম। একসময় সহপাঠীরা আলাদা হয়ে গেলাম। বহু দিন ওকে দেখি না। জানতে ইচ্ছা হয় ও কেমন আছে? জেসমিন, তুমি কি এখনো আমাকে ভাবো?
মুঈন হুসাইন
টেকাকাশিপুর, সাতক্ষীরা।
মন্তব্য