kalerkantho


ভুল সবই ভুল

মানুষ মস্তিষ্কের ১০ ভাগ মাত্র ব্যবহার করে

সবাই সত্যি জানে—এমন অনেক কথা পরে যাচাই করে দেখা গেছে সেগুলো মিথ্যা। লিখেছেন আসমা নুসরাত

১২ মে, ২০১৮ ০০:০০মানুষ মস্তিষ্কের ১০ ভাগ মাত্র ব্যবহার করে

মানুষের মস্তিষ্কের ওজন ৩ পাউন্ড আর এতে নিউরনের সংখ্যা প্রায় ১০০ বিলিয়ন। বাল্টিমোরের জন হপকিন্স স্কুল অব মেডিসিনের নিউরোলজিস্ট ব্যারি গর্ডন সায়েন্টিফিক আমেরিকানকে এক সাক্ষাৎকারে বলেছেন, মস্তিষ্কের প্রায় সবটাই সারাক্ষণ সক্রিয় থাকে। এখন তো এমআরআই (ম্যাগনেটিক রেজন্যান্স ইমেজিং) করে মস্তিষ্কের সক্রিয়তা সহজেই বুঝতে পারা যায়। গবেষকরা আরো জানান যে ঘুমের সময়ও মানুষের মস্তিষ্ক সক্রিয় থাকে।

ধারণাটি চালু হওয়ার কারণ খুঁজতে গিয়ে গবেষকরা পেলেন উইলিয়াম জেমসের নাম। তিনি সায়েন্স, সাইকোলজিস্ট জার্নালে ১৯০৭ সালে বলেছিলেন, মানুষ তার মানসিক সম্পদের (মেন্টাল রিসোর্স) অল্প অংশই ব্যবহার করে। তারপর ডেল কার্নেগি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ে (১৯৩৬ সালে প্রকাশিত) ১০ শতাংশের কথা বলেই ফেললেন। তারপর আর দেখতে হলো না, সর্বত্রই চাউর হয়ে গেল মানুষ মস্তিষ্কের ১০ শতাংশ মাত্র ব্যবহার করে।

এ ছাড়া চালু এই কথা আছে যে মস্তিষ্কের সবটুকু ব্যবহার করতে পারলে সব মানুষই নিউটন বা আইনস্টাইন হয়ে যেতে পারে। বস্তুত মানুষ শেখে পরিপার্শ্ব থেকে। যেমনটা শেখে তেমনটাই সে হয়।মন্তব্য