kalerkantho

ফটো ফিচার

ফলস্টপ

জাপানের নাগাসাকির কোনাগাইয়ের বাসস্টপগুলো নিজেদের একটু আলাদা দাবি করতেই পারে। এখানে ফলের মতো বাসস্টপের দেখা পাবেন আপনি। একটি-দুটি নয়, পাঁচ ধরনের ফলের আকৃতির বাসস্টপ পাবেন এখানে। তরমুজ, স্ট্রবেরি, কমলা, মাস্কম্যালন (আরেক জাতের তরমুজ) ও টমেটোর মতো দেখতে মোট ষোলোটি বাসস্টপ আছে। ১৯৯০ সালে পর্যটন মেলা চলাকালে পর্যটকদের আকৃষ্ট করতে এই অদ্ভুত বাসস্টপগুলো বানানো হয়। পঁচিশ বছর পরও বাসস্টপগুলো এখনো কার্যকর। আর এগুলোর কারণে শহরটি পর্যটকও টানে বেশি।

২৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফলস্টপমন্তব্য