kalerkantho


পারিবারিক এটা-ওটা

জাহাঙ্গীর আলম

৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০বউয়ের সঙ্গে বেশি কথা বলার বেশ কিছু উপকারিতা আছে। যেমন...

মাথা ঠাণ্ডা থাকে।

মানসিক চাপ কমায়।

ঘুম ভালো হয়।

হার্ট অ্যাটাকের সম্ভাবনা ৯৫ শতাংশ কমে যায়।

মন ভালো থাকে।

তবে একটা বিষয় লক্ষ রাখতে হবে, বউটা যেন নিজের না হয়।

 

বউ ঘুম থেকে উঠেই মেকআপ করছে। তারপর...।

স্বামী : মাথা খারাপ হয়েছে নাকি? সাতসকালে মেকআপ করছ!

বউ : আরে আমার মোবাইলটার লক খুলতে হবে। ফেস রিকোগনাইজেশন লক দেওয়া। কিন্তু মেকআপ ছাড়া এটা আমাকে চিনতে পারছে না।

 মন্তব্য