kalerkantho


একটি বন্ধুত্বের অকালমৃত্যু

মো. হাবিব

১০ এপ্রিল, ২০১৮ ০০:০০একটি বন্ধুত্বের অকালমৃত্যু

ঘটনা এক : একটা মিসড কলের সূত্র ধরে লুবনার সঙ্গে তমালের পরিচয়।

ঘটনা দুই : পরিচয়ের সূত্র ধরে দুজনের বন্ধুত্ব।

ঘটনা তিন : অতঃপর একসঙ্গে ঘুরে বেড়ানো, ঝালমুড়ি খাওয়া, খুনসুটি পাল্টা খুনসুটি, ঢং পাল্টা ঢং!

ঘটনা চার : এরপর মোবাইলে রাত জেগে কুটুর কুটুর কথা এবং যথারীতি দিনের বেলায় বসে বসে ঝিমানো।

ঘটনা পাঁচ : রাত জেগে কুটুর কুটুর আলাপন থেকে অতঃপর দুজনের গভীর প্রেম।

ঘটনা ছয় : গভীর প্রেম থেকে দুজনের সম্পর্ক গড়ায় বিবাহে।

ঘটনা সাত : বিয়ের পর এখন তারা রোজ দুবেলা নিয়ম করে ঝগড়া করে। আর এভাবেই মৃত্যু ঘটে একটি বন্ধুত্বের।

 মন্তব্য