kalerkantho


নারী দিবসের অণুছড়া

ব্রত রায়

৬ মার্চ, ২০১৮ ০০:০০দিবস

অমর্যাদা সারা বছর,

একটা বিশেষ তারিখে

শ্রদ্ধা দিয়ে উচ্চাসনে

বসাই শুধু নারীকে!

 

বিল

ফাস্ট ফুডে বা রেস্তোরাঁয়

খরচ সবই দেয় নাবিল

পুরুষ-নারী সমান হলে

বান্ধবী ক্যান্ দেয় না বিল?

 

পানসে

যত্ত আছে ঝুট-ঝামেলা

তার পেছনে নারী

তার বিনা ফের পানসে লাগে

এই দুনিয়াদারি!

 

নো মেনস ডে

আজকে হলো ওমেনস ডে

তার মানে কি নো মেনস ডে?

 

নেই

আমার অফিস পুরুষ ভরা

নেই তো কলিগ নারী

নেই অতএব, কাপড়চোপড়

সাজের বাড়াবাড়ি!

 

সংসার

সংসার মানে হলো একখানা গাড়ি

পুরুষেরা ইঞ্জিন, ড্রাইভার নারী!মন্তব্য