kalerkantho

বইপোকা

ব্রত রায়

৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০পোকামাকড় অনেক রকম

এই দুনিয়ায় আছে

কতক থাকে মাটির ভেতর,

কতক থাকে গাছে।

 

কিছু পোকার বসত আবার

প্রাণীর দেহের মাঝে

অনেক পোকা এই পৃথিবীর

লাগে অনেক কাজে!

 

যেমন ধরুন পোকাই ঘটায়

পরাগায়ণ ফুলে

মৌমাছি যে একটা পোকা

কেউ যেয়ো না ভুলে!

 

এই জগতে পোকামাকড়

লক্ষ প্রজাতির

চতুর্দিকে দেখছি শুধু

নানান পোকার ভিড়!

 

এই কথা ঠিক এদের ভেতর

খারাপ বেশির ভাগই

পোকায় কাটে ফসল কত,

ফল হয়ে যায় দাগি!

 

পোকায় কাটে কাঠের বেড়া,

পালঙ্ক আর খাট

মিষ্টি খেলে পোকায় কাটে

দাঁত শুনেছি, বাট...

 

এই কথাটা ভুল, আসলে

এইটা দাঁতের ক্ষয়

এই পোকারা অনেক রকম

রোগের কারণ হয়!

 

এত্ত শত পোকার ভিড়ে

কোন পোকাটা ভালো?

বইপোকারা সবার সেরা

ছড়ায় জ্ঞানের আলো!মন্তব্য