kalerkantho

আততায়ী

জুয়েল মাজহার

১১ জুন, ২০১৮ ০০:০০আমি জানি, আমার প্রস্থানপথ হয়ে থাকবে শয়তানের পুরীষে আবিল!

 

স্বপ্নের ভেতরে গিয়ে জিরোবার ছল করে ডাকলে তোমাকে

কান দুটি ভরে উঠবে প্রতিধ্বনিময় কা কা রবে;

 

অথবা, আমার স্বর শুষে নেবে খর মরুবালি

ঘুমের অশক্ত ডাল ভেঙে যাবে।

 

চোখ দুটি খসে পড়বে নগরের নর্দমার পাঁকে

 

আমাকে ঘুমন্ত দেখে কালো দাঁড়কাক

অবসিডিয়ান নাইফের মতো তার ঠোঁটজোড়া নিয়ে

আমার মুখের দিকে ঝুঁকে রবে, চেয়ে রবে চুপ;

 

সারা রাত বসে থাকবে শান্ত হয়ে বুকের ওপরে।

 

আমি এর কিছু জানব না।মন্তব্য