যখন মিলে যাচ্ছে
প্রাচ্য আর প্রতীচ্যের
একনায়ক ধুরন্ধর,
হায়, তখনো মন্ত্রতন্ত্রের নামে
আমরা বাঁকিয়ে রেখেছি
আমাদের নধর অধর!
যেন ব্যক্তিমন্ত্রে আমরা চির-অধরা,
তাই ধরাকেও করতে জানি সরা।
আসলে আণবিকতার চেয়ে
মানবিকতা কম শক্তিধর নয় :
কেবল এখনই সময় জ্বলে উঠবার;
মানুষকে মানুষ নামে ডাকবার।
মানুষ, তুমি ব্যক্তিকে সমষ্টি করো,
মানুষ, তুমি মানুষের হাত ধরো;
বেনোজলে নূহের নৌকায় ভাসতে ভাসতে
শরণার্থীর বুকে-মুখে দাও মানবমন্ত্রের ফুঁক;
আলো হোক ভালো হোক আলো হোক
সেরে যাক ঘরে ঘরে শরণার্থী মানব-অসুখ।
মন্তব্য