kalerkantho


ফটোফিচার

এই না হলে ফুটবল!

৮ জুলাই, ২০১৮ ০০:০০এই না হলে ফুটবল!

কোনো দলের অন্ধভক্ত হয়ে প্রতিপক্ষকে তুলাধোনা করাটা আমাদের মধ্যে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। তবে ফুটবলও শিষ্টাচারের শিক্ষা দেয়। অন্তত কলম্বিয়ার সমর্থকরা সেটিই প্রমাণ করেছেন।

কলম্বিয়ার বিপক্ষে নিজ দেশের খেলা দেখতে এসেছিলেন এক মিসরীয় দর্শক। কিন্তু হুইলচেয়ারে বসে থাকায় সময়মতো উল্লাস প্রকাশ করতে পারছিলেন না তিনি। পাশে থাকা কলম্বিয়ান সমর্থকরাই উঁচুতে তুলে ধরেন তাঁকে। তারপর তাঁর খুশি দেখে কে!

জাপানি কেতা

গ্যালারিতে ঢোকার সময় হাতে বাঁশি বা প্ল্যাকার্ড থাকুক না থাকুক, জাপানিদের হাতে একটি করে বড় প্লাস্টিকের ব্যাগ দেখা যাবেই। পরিচ্ছন্নতার শিক্ষা তাদের মগজে গেঁথে আছে যে! খেলা শেষে তাই একটু এক্সট্রা টাইম নেয় তারাও। সবাই চলে যাওয়ার পর নিজেদের আশপাশ তো বটেই, অন্যদের ময়লাটাও পরিষ্কার করার কাজে ঝাঁপিয়ে পড়ে তারা। আর বরাবরই তাদের এ কাজ বেশ প্রশংসিত হয় আন্তর্জাতিক গণমাধ্যমে।মন্তব্য