kalerkantho


ফ্যাশন

অনলাইনে বিশ্বকাপ গয়না

বিশ্বকাপের উত্তেজনা শুধু জার্সিতে মানার নয়। ফুটবলে গা ভাসাতে চাই আরো কিছু। জানাচ্ছেন মারজান ইমু

৮ জুলাই, ২০১৮ ০০:০০অনলাইনে বিশ্বকাপ গয়না

পছন্দের খেলোয়াড়ের ছবিযুক্ত উডেন লকেটটি মিলবে আরুণিকায়। দাম ৩৩০ টাকা।

লকেট, দুল আর আংটিতেও চলছে সাপোর্ট। আছে প্রিয় খেলোয়াড়ের ছবিওয়ালা নেকলেস, চাবির রিং ও শোপিস। গয়নার উপকরণে প্রাধান্য পেয়েছে কাঠ ও মেটাল। ১২০ থেকে শুরু করে ৮০০ টাকার মধ্যেই পেয়ে যাবে পছন্দের লকেট, দুল বা আংটি।

 

চিহ্ন

অনলাইন শপ চিহ্ন ফুটবল মোটিফ তুলে এনেছে লকেট আর আংটিতে। গোলাকার কাঠের টুকরোতে আছে ফুটবলের খোদাই প্রিন্ট। চাইলে পছন্দের দলের জার্সির রং দিয়েও বানিয়ে নিতে পারো আংটি-লকেট।

 

আরুণিকা

প্রিয় খেলোয়াড়ের ছবি গয়নায় তুলে এনেছে অনলাইন শপ আরুণিকা। কাঠের গয়নায় স্ক্রিনপ্রিন্ট করে তাতে রংতুলির নকশা ব্যবহার হয়েছে। মেসি, নেইমার, রোনালডোর মতো জনপ্রিয় খেলোয়াড়ের ছবি থাকছে গয়নায়। এ ছাড়া পছন্দের দলের জার্সির কাটআউট গয়নাও মিলবে সেখানে। রয়েছে কাস্টমাইজড গয়না পাওয়ারও ব্যবস্থা। লকেটের পাশাপাশি দুল, আংটি ও চাবির রিংও এসেছে আরুণিকার কালেকশনে।

 

বিজেন্স

বিশ্বকাপের থিমে মেটাল কানের দুল এনেছে ফ্যাশন হাউস বিজেন্স। প্রিয় দেশের জার্সির রঙের সঙ্গে মিলিয়ে নকশা হয়েছে কানের দুলে। এই দুলের বিশেষত্ব হলো—দুই কানে দুই দেশের থিম ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে অবশ্য এক থিমে দুটি দুলও নিতে পারে।

ফুটবল নকশার লকেট ও আংটিটি পাওয়া যাবে চিহ্নতে। আংটির দাম ১০০ টাকা, লকেট ১৫০ টাকা।

আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার থিমে বানানো দুল দুটি পাওয়া যাবে অনলাইন শপ বিজেন্সে। দাম ২৬০ টাকা।মন্তব্য