kalerkantho


সমুদ্র কেন লবণাক্ত?

৩ জুন, ২০১৮ ০০:০০প্রচলিত ভুল ধারণা হলো, বৃষ্টির পানিতে বড় বড় লবণের পাহাড় গলে গিয়ে সমুদ্রে পড়ে বলেই সমুদ্রের পানি লবণাক্ত। সত্যিটা আরেকটু জটিল। তবে এটা ঠিক যে সমুদ্রের পানির লবণের উৎস কিন্তু স্থলভূমিই। বৃষ্টির পানিতে কার্বন ডাই-অক্সাইড মিশে থাকে। যা এটাকে এসিডিক করে তোলে। এ পানি যখন ভূমিকে ক্ষয় করে গড়াতে থাকে, তখন এটি একটি আয়ন নির্গত করে (বৈদ্যুতিক চার্জযুক্ত পরমাণু)। নদী ও খাল-বিল সেই আয়ন দ্রবীভূত করে নিয়ে যায় সমুদ্রে। এর মধ্যে কিছু আয়ন শুষে নেয় পানিতে থাকা জলজ উদ্ভিদ। তবে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন থেকেই যায়। সেগুলোই সমুদ্রে গিয়ে জোট বাঁধতে থাকে। আর সোডিয়াম ক্লোরাইডই হলো আমাদের প্রতিদিনকার খাওয়ার লবণ। সমুদ্রে কী পরিমাণ লবণ আছে জানো? যদি সমুদ্রের সব পানি শুকিয়ে ফেলা হয়, তবে যে পরিমাণ লবণ তৈরি হবে, তা দিয়ে গোটা পৃথিবীর ওপর ৫০০ ফুট উঁচু একটা স্তর বানানো সম্ভব।      ১০১ অ্যামাজিং ফ্যাক্টস ইউ নিড টু নো অবলম্বনে লিখেছেন এফ এ নাসের

 মন্তব্য