kalerkantho


অমীমাংসিত

গুবরেপোকার সভা

অস্ট্রেলিয়ার দক্ষিণে মাউন্ট বার নামের এক জায়গায় আছে এক রেডিও টাওয়ার। কোনো এক রহস্যজনক কারণে সেখানে গিয়ে জড়ো হচ্ছে আশপাশের যত গুবরেপোকাগুবরেপোকার সভা

এভাবেই জোট পাকাচ্ছে পোকার দল

ব্যাপারটা প্রথমে ধরতে পারেন স্থানীয় ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার স্টিভ চ্যাপেল। নিজের ফেসবুক পেজে একগাদা ছবিও আপলোড দিয়েছেন এরই মধ্যে। সাত বছর ধরেই নাকি মাউন্ট বারের ওই এলাকায় জড়ো হচ্ছে লাখ লাখ গুবরেপোকা। গুঞ্জনে সয়লাব গোটা এলাকা। রেডিও টাওয়ার থাকলেও এর মধ্যে রেডিওর তরঙ্গের আপাতত কোনো সম্পর্ক খুঁজে পায়নি কেউ। চ্যাপেলের মতে, পোকাগুলো দুটি কারণে এখানে জড়ো হতে পারে। প্রথমত, তারা নিজেদের বংশবৃদ্ধির জন্য প্রাকৃতিকভাবেই এখানে এসেছে, আর না হয় বড় কোনো বিপদের আভাস পেয়ে এখানে জড়ো হয়েছে নিজেদের বাঁচাতে। দ্বিতীয় কারণটা সত্য হলে পোকাদের শরীর থেকে বিপদের সংকেতবাহী এক ধরনের নিঃসরণ ঘটার কথা। তা অবশ্য ঘটতে দেখেনি কেউ। কারণটা তাই এখন পর্যন্ত অজানা। কদিন আগে আবার চ্যাপেল অবশ্য এ-ও খেয়াল করেছেন, পোকার সংখ্যা কমতে শুরু করেছে। ভাবখানা এমন যেন বড় একটা সভা করতেই বুঝি তারা জড়ো হয়েছিল। —এফ এ নাসের মন্তব্য