kalerkantho


হাটে যাই

বইয়ের ঘরদোর

৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০বইয়ের ঘরদোর

অটবির এই বুকশেলফটিতে পাবে এক বছরের ওয়ারেন্টি। দেখতে ছিমছাম ও সহজে বহনযোগ্য। দাম ১০ হাজার ২০০ টাকা। পাবে হোম ডেলিভারি

চলে এলো প্রাণের মেলা, বইমেলা। কত্ত কত্ত বই কিনতে হবে! কিন্তু এত বই রাখবে কই? বুকশেলফের খোঁজ জানাচ্ছেন জুবায়ের আহম্মেদ

 

 

রাজধানীর ধানমণ্ডি, মিরপুর রোকেয়া সরণি, উত্তরা জসীমউদদ্ীন মোড়, গুলশানসহ বেশ কয়েক জায়গায় রয়েছে ব্র্যান্ডের ফার্নিচারের বিক্রয়কেন্দ্র। জেলা শহরগুলোতেও এখন ব্র্যান্ডের শোরুম অনেক। আট হাজার টাকা থেকে শুরু করে বেশ দামি বুকশেলফ আছে এসব প্রতিষ্ঠানে। বোর্ডের তৈরি বুকশেলফ পাওয়া যাবে ১৫-২০ হাজার টাকার মধ্যে। বুকশেলফের জন্য ব্র্যান্ডের ফার্নিচারে আস্থা রাখাই ভালো। এগুলো বেশ যত্ন করেই বানানো হয়। ব্র্যান্ডের মধ্যে আছে পারটেক্স, হাতিল, নাভানা, আরএফএল, অটবিসহ আরো কয়েকটি।

নিজের ডিজাইনে ভালো কাঠের স্টাইলিশ বুকশেলফ বানাতে খরচ পড়বে ১৮ থেকে ২৫ হাজারের মতো। তবে কিশোর-কিশোরীদের এখন বেশি পছন্দ বোর্ডের শেলফ। অনলাইনে পাওয়া যায় আকর্ষণীয় সব নকশা। পছন্দ হলে একটু সময় নিয়ে বানিয়ে নিতে পারো কাস্টমাইজড শেলফ।

 

কেনার আগে

বোর্ডের বুকশেলফ কেনার আগে অবশ্যই ফিনিশিং, জয়েন্ট ও কোথাও কোনো দাগ আছে কি না দেখে নাও। কাঠের বুকশেলফের ক্ষেত্রে ভালো কাঠ বোঝে এমন কাউকে সঙ্গে নিতে পারো।মন্তব্য