২৮ জানুয়ারি। জাতীয়
—পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসল ১৫০ মিটার দীর্ঘ দ্বিতীয় স্প্যান। সেতুতে এ রকম স্প্যান বসবে ৪১টি।
—কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন। এ প্রকল্পের মোট খরচ ৩৬ হাজার কোটি টাকা।
—রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরান বাজার পর্যন্ত সড়কটির নতুন নাম হলো ‘মেয়র আনিসুল হক সড়ক’।
আন্তর্জাতিক
—অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে রজার ফেদেরারের ২০তম গ্র্যান্ড স্লাম জয়।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার সমালোচনার মুখে এফবিআইয়ের উপপরিচালক অ্যান্ড্রু ম্যাকেকের পদত্যাগ।
২৯ জানুয়ারি। জাতীয়
—সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম ওয়েজ বোর্ড গঠন।
—সংবিধানে সপ্তদশ সংশোধনীর খসড়ায় জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরো ২৫ বছর বাড়ানোর প্রস্তাব, অনুমোদন মন্ত্রিসভার। সংসদে অনুমোদনের পর প্রস্তাবটি কার্যকর হবে।
আন্তর্জাতিক
—শর্ত সাপেক্ষে ১১টি দেশের শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র।
—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের দায়ে রাশিয়ার ১১৪ জন রাজনীতিক ও ৯৬ জন ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় রাশিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নামও আছে।
৩০ জানুয়ারি। জাতীয়
—জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে গত বছর সৌদি আরব গেছে পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী। বর্তমানে বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশি কর্মী রয়েছে এক কোটি ১৪ লাখ ৬৪ হাজার ৯৪৩ জন।
আন্তর্জাতিক
—দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষ দিক থেকে রিয়াদের রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের ছেড়ে দিল সৌদি কর্তৃপক্ষ।
৩১ জানুয়ারি। জাতীয়
—১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে ভোটার ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১। এবার ভোটারতালিকায় যুক্ত হয়েছেন ৪৬ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন নতুন ভোটার। ভোটারের মধ্যে পাঁচ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন পুরুষ ও পাঁচ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬ জন নারী। অর্থাৎ পুরুষ ও নারীর অনুপাত ৫০.৪২ ও ৪৯.৫৮।
—রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে পুনরায় মনোনয়ন দিল আওয়ামী লীগ।
আন্তর্জাতিক
—বিবিসির সমীক্ষায় প্রকাশ, আফগানিস্তানের ৭০ শতাংশ জায়গাই তালেবানের দখলে।
—প্রায় ১৫২ বছর পর পৃথিবীর মানুষ দেখল ‘সুপার ব্লু ব্লাড মুন’ বা বিশাল নীল রক্তাভ চাঁদ। সর্বশেষ এটি দেখা গিয়েছিল ১৮৬৬ সালের ৩১ মার্চ।
১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক
—শিশুদের দুগ্ধজাত খাদ্যে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ ২০০৫ সাল থেকে হয়ে থাকতে পারে, জানাল ফ্রান্সের দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ল্যাকটাসিল। ব্যাকটেরিয়ার সংক্রমণের তথ্য প্রকাশের পর সারা বিশ্বে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে এক কোটি ২০ লাখ টিন শিশুখাদ্য।
২ ফেব্রুয়ারি। জাতীয়
—নতুন প্রধান বিচারপতির নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. ওয়াহ্হাব মিঞার পদত্যাগ।
—বাংলাদেশ ও ভারতের মধ্যে ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা এই আন্তর্জাতিক পাঁচটি রুটে বিআরটিসির বাস সার্ভিসের যাত্রা শুরু।
আন্তর্জাতিক
—জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়া গত বছর পণ্য রপ্তানি করে আয় করেছে প্রায় ২০ কোটি ডলার।
—এক বাংলাদেশিকে হত্যার দায়ে ব্রিটিশ নাগরিক ড্যারেন অসবর্নকে ৪৩ বছরের কারাদণ্ড।
৩ ফেব্রুয়ারি। জাতীয়
—দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে শপথ পড়ান।
আন্তর্জাতিক
—অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। এটি ভারতের অনূর্ধ্ব-১৯-এর চতুর্থ শিরোপা জয়।
মন্তব্য