kalerkantho

কর্ম খালি

তাহ্সীন উদ্দীন   

১৩ জুন, ২০১৮ ০০:০০কর্ম খালি

 আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

পদ ও যোগ্যতা : মহিলা ব্যান্ড, ৭২টি। অষ্টম শ্রেণি। দৈহিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি।

বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রজেক্টর অপারেটর, ১টি। এইচএসসি বা সমমান। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা। সারেং/লঞ্চ ড্রাইভার, ৩টি। অষ্টম শ্রেণি। দ্বিতীয় শ্রেণির অভ্যন্তরীণ নৌযান চালনায় যোগ্যতাসংক্রান্ত সনদ।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

পদ ও যোগ্যতা : হিসাব করণিক, ১টি; ক্যাশিয়ার, ৪টি। অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান। অফিস সহকারী, ১টি। অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩০ জুন।

যোগাযোগ : পরিচালক, রেকর্ড ও সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খিলগাঁও, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৩১ মে, পৃষ্ঠা-১৬

 

 

 প্রধানমন্ত্রীর কার্যালয়

পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্প সম্পর্ক/কমার্শিয়াল অপারেশন), ৩টি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির এমবিএ অথবা অর্থনীতি, লোক প্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক। সহকারী ব্যবস্থাপক (প্রকাশনা/জনসংযোগ), ১টি। গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ-১টি, যান্ত্রিক-১টি। বিসিএস ইঞ্জিনিয়ারিং।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, ৩টি। ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। ইমাম, ১টি। কামিল।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার, ৫টি। এইচএসসি। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : এসি প্লান্ট অপারেটর, ১টি, এসএসসি। লাইসেন্সিং বোর্ড থেকে ‘সি’ লাইসেন্সপ্রাপ্ত। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৮ জুন।

যোগাযোগ : সচিব, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, জিপিও বক্স নম্বর ২২১০।

সূত্র : ইত্তেফাক, ৪ জুন, পৃষ্ঠা-১৭

 

 অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী নৌ সংরক্ষণ ও পরিচালনা তত্ত্বাবধায়ক/উপাধ্যক্ষ ডিইপিটিসি, ৩টি। পদার্থ/গণিত/ভূগোলে স্নাতকোত্তরসহ সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় প্রথম শ্রেণির পদে আট বছরের অভিজ্ঞতা অথবা নৌ বাহিনীর এক্সিকিউটিভ শাখার সাব-লেফটেন্যান্ট।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রধান প্রশিক্ষক, ডিইপিটিসি, ১টি। দ্বিতীয় মেট এফজি সার্টিফিকেট অথবা পদার্থ/গণিত/ভূগোলে স্নাতকোত্তরসহ সরকারি অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় প্রথম শ্রেণির পদে আট বছরের চাকরির অভিজ্ঞতা। সহকারী প্রকৌশলী, ৩টি। পুরকৌশল অথবা পানিসম্পদে স্নাতক প্রকৌশলী অথবা একই বিষয়ে এএমআইই থেকে সার্টিফিকেট।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল এস্টিমেটর), ৬টি পুরকৌশলে ডিপ্লোমাধারী। জাহাজ উদ্ধারকারী তত্ত্বাবধায়ক, ২টি। এসএসসি অথবা নৌ বাহিনী থেকে ইটিআই এবং দ্বিতীয় শ্রেণির ডুবুরি সনদ। সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : কারিগরি সহকারী, ৫টি। এসএসসি। সাব-ওভারসিয়ার/সার্ভে ফাইনাল পাস।

বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২১ জুন।

যোগাযোগ : যুগ্ম পরিচালক, সংস্থাপন, বিআইডাব্লিউটি।

সূত্র : সমকাল, ৩ জুন, পৃষ্ঠা-৬

 

 মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

পদ ও যোগ্যতা : সহকারী শিক্ষক, বাংলা-১টি, ইংরেজি-১টি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। সব পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমান।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : মনোবিদ, ১টি। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। চাইল্ড সাইকোলজিতে উচ্চতর প্রশিক্ষণ বা এ বিষয়ে কাজ করায় অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ২৮ জুন।

যোগাযোগ : অধ্যক্ষ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬।

সূত্র : ইত্তেফাক, ৬ জুন, পৃষ্ঠা-১৬

 

 খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ : সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ১টি।

বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

পদ : সহকারী অধ্যাপক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ১টি।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ : প্রভাষক, সিভিল ইঞ্জিনিয়ার, ১টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ২টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ২টি। লেদার ইঞ্জিনিয়ারিং, ১টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ৩টি।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ : মেশন, ১টি।

বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।       

পদ : খাদেম, ১টি।

বেতনক্রম : ৮৮০০-২১৩১০ টাকা।                   

আবেদনের শেষ তারিখ : ১ জুলাই।

যোগাযোগ : রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা।

সূত্র : প্রথম আলো, ৪ জুন, পৃষ্ঠা-১৪

 

 মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

পদ ও যোগ্যতা : অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ১টি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২টি; ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২টি; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১টি; অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ২টি; নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ৩টি। সংশ্লিষ্ট প্রকৌশল শাখায় প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডিসহ ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা। গবেষণা বিষয়ে ন্যূনতম পাঁচটি প্রকাশনা।

বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা।

পদ ও যোগ্যতা : সহযোগী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং, ১টি; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২টি; ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ৪টি; অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৪টি; নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেশিন ইঞ্জিনিয়ারিং, ৩টি। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান। সহকারী অধ্যাপক পদে ছয় বছরসহ ন্যূনতম ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।

পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৪টি; নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ৪টি। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানসহ চার বছরের পেশাগত অভিজ্ঞতা।

বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রভাষক, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ২টি; নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার, ২টি। সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমান।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৫ জুলাই।

যোগাযোগ : কমান্ড্যান্ট, এমআইএসটি, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬।

সূত্র : সমকাল, ৫ জুন, পৃষ্ঠা-১৭

 

 আকিজ গ্রুপ

পদ ও যোগ্যতা : পারচেজ অফিসার, লিফ। কৃষিতে স্নাতক বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। এরিয়া ম্যানেজার। স্নাতকোত্তর। ভোগ্যপণ্য বিপণন কাজে একই প্রতিষ্ঠানে তিন বছর কাজের অভিজ্ঞতা।

বেতন : ২০০০০ টাকা।

পদ ও যোগ্যতা : এস্টেট অফিসার। স্নাতকোত্তর। ভূমিসংক্রান্ত দলিল যাচাই, ভূমি রেকর্ড, পরিমাপ ও ভূমি ম্যাপসংক্রান্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কমার্শিয়াল অফিসার। বাণিজ্য বা ইংরেজিতে স্নাতকোত্তর। কমার্শিয়াল বিভাগে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা : ২৫ থেকে ৩৫ বছর।

বেতন : ২৫০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২০ জুন।

যোগাযোগ : এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ চেম্বার, ষষ্ঠ তলা, ৭৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।

সূত্র : প্রথম আলো, ৩ জুন, পৃষ্ঠা-৬        

 

 তথ্য মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : মেকানিক, ১টি। এসএসসি বা সমমান। এক বছরের রেডিও/টিভি ট্রেডকোর্স সার্টিফিকেট।

বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১ জুলাই।

যোগাযোগ : মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, দারুস সালাম, এ ডাব্লিউ চৌধুরী রোড, ঢাকা-১২১৬।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৫ জুন, পৃষ্ঠা-২

           

 

 মন্তব্য