kalerkantho


প্রিয় খাবার

মাছে-ভাতে বাবু

ফজলুর রহমান বাবু , অভিনয়শিল্পী

৯ জুলাই, ২০১৮ ০০:০০মাছে-ভাতে বাবু

খাবার ব্যাপারে খুব যে ভোজনরসিক আমি তা না। মূলত মাছে-ভাতে বাবু বলা যায়। ছোট মাছ খেতেই বেশি পছন্দ করি। বাড়ি আমার পদ্মারপার ফরিদপুরে। ছোট মাছের মধ্যে বাঁচা মাছ, কাজলি মাছ, বাতাসি মাছ ও টাটকিনি মাছ খুব পছন্দ। বড় মাছের মধ্যে ইলিশ খেতে ভালো লাগে। মাংসের প্রতি আগ্রহ কম। বাইরের ফাস্ট ফুডজাতীয় খাবার খুব একটা খাই না। তবে দেশের বাইরে কোথাও গেলে সেই দেশের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখি। যেমন—থাইল্যান্ডে গেলে সি ফুড অবশ্যই খাই। দেশি মিষ্টি ফল যেমন—আম, জাম, জামরুল, কাঁঠাল খেতে ভালো লাগে।মন্তব্য