kalerkantho


অন্তর্জালে ফ্যাশন

৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০অন্তর্জালে ফ্যাশন

দেশে বা দেশের বাইরে কী চলছে ফ্যাশন ট্রেন্ড, তা দেখতে এখন আর খুব একটা কষ্ট করতে হয় না। প্রযুুক্তির এই সময়ে আঙুলের স্পর্শেই মিলে যায় সব। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেই তারকাদের চলতি ফ্যাশনের খবর মেলে। আর তাতে আগ্রহ থাকে আমজনতারও

ফ্যাশন সেন্সে বলিউডের একজন আরেকজনের চেয়ে কিছু কম যান না। আলিয়া ভাটের ছবিগুলো তিন উপলক্ষে তোলা। প্রথম ছবিটি জোধপুরে একটি পোলো ম্যাচ দেখতে গিয়ে। অফ সোলজার ফ্রকের সঙ্গে পরেছেন ভিক্টোরিয়ান হ্যাট, পনিটেইল চুলের বাঁধনে কার্ল সেটিং। দ্বিতীয় ছবিতে চুলের স্টাইলে ক্লিপ সেটিং-এ আনা হয়েছে রেট্রো লুক। আর শেষ ছবিটি প্রিয় বন্ধুর বিয়েতে। যেখানে কাশ্মীর স্টিচের বিশেষ নকশা আরি সেলাইয়ের বুননে কামিজ পরেই মাতিয়েছেন আসর। ছাড়া চুলে বেণীর বাঁধনে আছে কিশোরী চপলতা                            

সূত্র : ইন্সটাগ্রামমন্তব্য