kalerkantho


কখন কোথায় কী

১৫ মে, ২০১৭ ০০:০০কখন কোথায় কী

রেড

বার্ডস আই

ফ্যাশন হাউস বার্ডস আই নিয়ে এসেছে ১০০ ডিজাইনের নতুন পোশাক। শবেবরাত থেকে এসব পোশাক পাওয়া যাবে বার্ডস আইয়ের শো-রুমে। এ ছাড়া টি-শার্ট, পলো শার্ট, শার্ট ও পাঞ্জাবিও পাওয়া যাবে। আরো আছে বাচ্চাদের টি-শাট ও পাঞ্জাবি। ফোন : ০১৭২০ ৯৯৬৬৬৬, ০১৯১৫ ০৬৮১৫৩

 

মেঘ

ফ্যাশন হাউস মেঘ এনেছে বড় ও ছোটদের গ্রীষ্মের পোশাক। এসব পোশাকের মধ্যে আছে শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, টপস, টি-শার্ট ও শিশুদের পোশাক।

ফোন : ০১৮৩১ ৯৯৯৮৯৯

 

বাংলাদেশ ডেনিম এক্সপো

আগামী ১৭ ও ১৮ মে  ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো ২০১৭। আয়োজক বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। ডেনিম পণ্য প্রদর্শনী ছাড়াও ১৭ মে দিনব্যাপী থাকছে  ‘সাসটেইনেবল অ্যাপারেল ফোরাম’ শীর্ষক সম্মেলন।

 

উজ্জ্বলা

বিউটি অ্যান্ড গ্রুমি একাডেমি উজ্জ্বলা দিচ্ছে রূপচর্চার ওপর প্রশিক্ষণ। প্রতিটি প্রাথমিক কোর্স দুই দিনের, ফাউন্ডেশন কোর্স তিন দিনের আর অ্যাডভান্স কোর্স পাঁচ দিনের। ১৮ ও ১৯ মে থাকছে পারসোনাল গ্রুমির প্রশিক্ষণ। প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য থাকছে আবাসন সুবিধা। আসন সংখ্যা সীমিত। ফোন : ০১৯৫৩ ৩০০৪৫৬, ০১৭১৪ ১১৮৬২৯

 

রেডিয়েন্ট ইনষ্টিটিউট অব ডিজাইন

রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন বিভিন্ন বিষয়ে কারিগরি শিক্ষার প্রশিক্ষণে ভর্তিতে বিশেষ ছাড় দিচ্ছে। থাকছে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অটোক্যাড, ম্যাক্স, ইকেবানা, বনসাই, মার্চেন্ডাইজিং ইত্যাদি। আসন সংখ্যা সীমিত।

ফোন : ০১৬৭১ ৭৫৯৪৭৯মন্তব্য