kalerkantho


ছোট্ট সোনার অলিম্পিয়াড

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ছোট্ট সোনার অলিম্পিয়াড

ছোট্ট সোনামণির খেলাধুলার সুযোগ কোথায়! বাড়ির বাইরে খেলতে পাঠানোও যায় না। কী খেলবে, কার সঙ্গে খেলবে, ব্যথা পাবে না তো! মায়েদের থাকে এমন হাজারো দুশ্চিন্তা, নানা ধরনের প্রশ্ন। তাই একগাদা খেলনা দিয়ে ঘরের মধ্যেই চলে ছোট্ট সোনার খেলাধুলা। অথচ শারীরিক ও মানসিক বিকাশে ঘরোয়া এই খেলাধুলা কতটুকুই বা ভূমিকা রাখতে পারে।

শিশুর শারীরিক-মানসিক বিকাশে ছোট্ট বয়স থেকেই খেলাধুলার অভ্যাস জরুরি। আর তাই ছোট্ট সোনামণিদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’।

আগামী ৩ মার্চ শুক্রবার ঢাকার মিরপুরের ইনডোর স্টেডিয়ামে বেবি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডায়াপার ব্র্যান্ড ‘সুপারমম’-এর আয়োজনে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুরা অনুষ্ঠানটিতে অংশ নিতে পারবে।

গত বছর ট্রাই-সাইকেলিং খেলায় সোনার মেডেল জিতেছিলেন আয়ান রাবি। বেবি অলিম্পিয়াড প্রসঙ্গে আয়ান রাবির মা হামিদা খানম জানালেন, ‘অলিম্পিয়াডের পুরো আয়োজনটি বাচ্চারা খুব এনজয় করে। আসলে বাচ্চাদের জন্য তো এ রকম আয়োজন আর নেই। ওরা সারাক্ষণই বাসায় থাকে, ফোনে-ট্যাবে গেইম খেলায় ব্যস্ত থাকে। তাই মজার সব খেলায় অংশ নিয়ে, টিভিতে যে কার্টুন ক্যারেক্টারগুলোকে দেখে, তাদের দেখতে পেয়ে খুব আনন্দ পায়। অলিম্পিয়াডে আগত সব শিশুকে আনন্দ দিতে জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার মটু পাতলু, সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি মিকরি উপস্থিত ছিল। এ ছাড়া ছিল বাচ্চাদের নাচ পরিবেশনা ও লেজার শো, যা শুধু বাচ্চাদের নয়, মা-বাবাদেরও আনন্দ দিয়েছিল। এ বছরও নিবন্ধন করেছি।’

স্কয়ার টয়লেট্রিজ এ বছর ছোট্ট সোনামণিদের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া উত্সব ‘বেবি অলিম্পিয়াড’-এর আয়োজন প্রসঙ্গে মিডিয়া কমের সিনিয়র মার্কেটিং ম্যানেজার জেসমিন জামান জানালেন, ‘প্রতিযোগিতাই এখানে মুখ্য উদ্দশ্য নয়। অনেক বাচ্চা একসঙ্গে প্রতিযোগিতায় এসে খেলছে, মজা করছে, আনন্দ পাচ্ছে। মা-বাবারা যাতে বাচ্চাকে খেলাধুলায় আগ্রহী করে তোলে, সেটাও একটা উদ্দেশ্য। সারা দেশ থেকে বিপুলসংখ্যক প্রতিযোগী অলিম্পিয়াডে অংশ নিতে ইতিমধ্যে নাম নিবন্ধন করছে। সুপারমম বেবি অলিম্পিয়াড

২০১৭-এ থাকছে পাঁচটি প্রতিযোগিতা—ক্রলিং, ওয়াকার রেসিং, রানিং, ট্রাই-সাইক্লিং ও ফুটবল। বয়সের ভিত্তিতে সোনামণিরা অলিম্পিয়াডের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। খেলাধুলার অঙ্গনের তারকা ব্যক্তিরা উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সোনার মেডেল, সার্টিফিকেট ও উপহার তুলে দেবেন। এ ছাড়া বাচ্চাদের জন্য থাকছে তাঁদের পছন্দের সব কার্টুন চরিত্র ও সুপার হিরো। এদের সঙ্গে খেলা করা ও সেলফি তোলার সুযোগ থাকবে।’

‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’-এ অংশগ্রহণের জন্য সোনামণির যেকোনো অ্যাক্টিভিটির ছবি আপলোড করতে হবে .িংঁঢ়বত্সড়সনফ. পেইজে।

তাই এখনই আপনার সোনামণির যেকোনো অ্যাক্টিভিটির ছবি রেডি করুন। আর রেজিস্ট্রেশনের সময় ও প্রক্রিয়া জানতে চোখ রাখুন সুপারমম ওয়েবসাইটে অথবা সুপারমম ফেইসবুক পেইজে- https://www.facebook.com/supermombd/|মন্তব্য