English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

প্রেস রিলিজ

ঢাবিতে ‘এনিমেশন ও ভিডিও প্রডাকশন’ কর্মশালা

  • ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

চারুকলা অনুষদের শিক্ষার্থীদের গ্রাফিকস এবং এনিমেশনের কাজের প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে গতকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এনিমেশন ও ভিডিও প্রডাকশন কর্মশালা। এডিএন এডু সার্ভিস ও এরিনা মাল্টিমিডিয়া আয়োজিত দুই দিনের এ কর্মশালায় চারুকলা অনুষদের অধীন আট বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. নাসরীন আহমেদ। সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এডিএন এডু সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার জানান, এনিমেশন, ভিডিও ও সিনেমা প্রডাকশন একটি বিশাল ক্ষেত্র। এই সেক্টরে দক্ষ কর্মীদের জন্য অনেক কাজের সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন হিসেবে কাজ করবে এই কর্মশালা।

টেক প্রতিদিন- এর আরো খবর