বাংলাদেশে এসেছেন সারা বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইক্যান)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান হাওয়ার্ড লি। তিন দিনের সফরে বাংলাদেশ থেকে প্রথম আইক্যান অ্যাক্রেডিটেড রেজিস্ট্রারস হিসেবে স্বীকৃতি পাওয়া ইনোভেডিয়াসের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইনোভেডিয়াসের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান জানান, আইক্যানের স্বীকৃতি পাওয়ায় এখন থেকে সংস্থাটির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা নিয়মিত বাংলাদেশে আসবেন। আগামীতে ডোমেইনের ওপর বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরুণদের প্রযুক্তি সক্ষমতা বাড়াতে কাজ করবে ইনোভেডিয়াস।
বাংলাদেশে আইক্যানের এশিয়া প্যাসিফিকের প্রধান হাওয়ার্ড লি
- টেক প্রতিদিন ডেস্ক
- ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০
টেক প্রতিদিন- এর আরো খবর