English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

মুখোমুখি প্রতিদিন

দুজন গ্র্যান্ড মাস্টারকে হারিয়েও লাভ হলো না

  • ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান আন্তর্জাতিক মাস্টার হওয়ার খুব কাছে চলে গিয়েছিল। কিন্তু কান্ট্রি স্পট পূরণ না হওয়ায় আর কাল মিনহাজউদ্দিন সাগরের কাছে হেরে যাওয়ায় আইএম নর্ম পাওয়া হয়নি তার। এখন সিজেকেএস-ফোর এইচ গ্রুপ-ডায়মন্ড সিমেন্ট গ্র্যান্ড মাস্টার দাবার রানার-আপের এক হাজার ডলার প্রাইজমানির দিকেই লক্ষ্যস্থির করেছে ফাহাদ, জানিয়েছে কালের কণ্ঠ স্পোর্টসকে

কালের কণ্ঠ স্পোর্টস : নবম রাউন্ডের খেলার ফলাফল কী?

ফাহাদ রহমান : সোনারগাঁও চেস ক্লাবের হয়ে খেলে হেরে গেছি নৌবাহিনীর মিনহাজউদ্দিন সাগরের কাছে।

প্রশ্ন : এই ম্যাচের আগ পর্যন্ত তো এই সিজেকেএসফোরএইচ গ্রুপ-ডায়মন্ড সিমেন্ট দাবায় বেশ ভালো ফলই ছিল, দুজন গ্র্যান্ড মাস্টারের বিপক্ষে জয় ছিল, আইএম নর্ম কি ফসকে গেল তাতে?

ফাহাদ : জিতলেও আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়া হতো না। কান্ট্রি স্পটের একটা বিষয় আছে। কোনো গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে তিন দেশের প্রতিযোগীকে হারাতে হয়। আমার সঙ্গে শুধু বাংলাদেশ আর ভারতের দাবাড়ুদেরই খেলা পড়েছে। এই আসরে মালয়েশিয়া, নেপালের দাবাড়ু থাকলেও তাঁদের কারো সঙ্গে আমার পেয়ারিং হয়নি। তাই দুজন গ্র্যান্ড মাস্টারকে হারিয়েও লাভ হলো না। অথচ দুজন গ্র্যান্ড মাস্টার ও দুজন আন্তর্জাতিক মাস্টারের বিপক্ষে ৪ পয়েন্টের ভেতর আমি ২.৫ পয়েন্ট পেয়েছিলাম।

প্রশ্ন : তাহলে এখন কী হবে?

ফাহাদ : নর্ম না হলেও রেটিং বাড়বে। নর্ম বাড়াতে গেলে আরো বেশি করে টুর্নামেন্ট খেলতে হবে।

প্রশ্ন : লম্বা সময় ধরে শীর্ষ অবস্থান ছিল, হারের কারণে নিশ্চয় নেমে আসতে হয়েছে।

ফাহাদ : হ্যাঁ, এখন আমি দুই নম্বরে। চেষ্টা করব অন্তত এই অবস্থানটা ধরে রাখতে।

প্রশ্ন : আসরের কি কোনো প্রাইজমানি আছে?

ফাহাদ : চ্যাম্পিয়নের জন্য এক হাজার ৫০০ মার্কিন ডলার আর রানার-আপের জন্য এক হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।

প্রশ্ন : আইএম নর্মের খুব কাছ থেকেই ঘুরে আসতে হলো, এ জন্য কি হতাশ?

ফাহাদ : না, একদমই হতাশ নই। আমি আরো টুর্নামেন্ট খেলতে চাই, খেলতে থাকলে টাইটেলও হবে।

প্রশ্ন : তাহলে তৃতীয় দেশের কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলা হওয়ার কোনো সম্ভাবনাও নেই?

ফাহাদ : সামান্য একটু সম্ভাবনা আছে। এখনো পেয়ারিং হয়নি, হলে নেপাল বা মালয়েশিয়ার কাউকে পেলে ভালোই হয়। হেরে যাওয়ায় খানিকটা সুযোগ আছে, কারণ ওদের রেটিং অনেক কম। জিতলে সেই সম্ভাবনাটাও থাকত না। শেষ রাউন্ডের ম্যাচটি ভালো খেলে জিততে চাই।

খেলা- এর আরো খবর