English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

শিক্ষার্থীদের বৃত্তি দিল ‘আলোকিত ফেনী ফাউন্ডেশন’

  • ফেনী প্রতিনিধি   
  • ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

ফেনীতে তিন শতাধিক খুদে মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে আলোকিত ফেনী ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজক ছিল দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনী। আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। সভাপতিত্ব করেন দৈনিক ফেনীর সময় ও সাপ্তাহিক আলোকিত ফেনীর সম্পাদক এবং আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভুঁইয়া, ফেনী মডেল থানার ওসি মো. শহীদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞার জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৮ সালের আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষা আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় ফেনী সরকারি কলেজ, ফেনী সেন্ট্রাল হাই স্কুল, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় রাজধানী প্রতিদিন- এর আরো খবর