English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

আইডিএলসি নাট্যোৎসব

চার দম্পতি পেল নাট্যজন সম্মাননা

  • রংবেরং প্রতিবেদক   
  • ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

নাট্যমঞ্চ হোক আনন্দ উৎসএই স্লোগান নিয়ে ৪ সেপ্টেম্বর জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হয় পাঁচ দিনব্যাপী আইডিএলসি নাট্যোৎসব। ৮ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে নাট্যজগতের চার দম্পতিকে দেওয়া হয় নাট্যজন সম্মাননাআলী যাকের-সারা যাকের, রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার, ড. ইনামুল হক-লাকী ইনাম ও নাসির উদ্দীন ইউসুফ-শিমুল ইউসুফ। তাঁদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। নাসির উদ্দীন ইউসুফ দেশের বাইরে এবং শিমুল ইউসুফ অসুস্থ থাকায় তাঁদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন দম্পতির কন্যা এশা ইউসুফ।

পাঁচ দিনব্যাপী এই উৎসবে দেশের জনপ্রিয় ১০টি দল নাটক মঞ্চায়ন করেছেনাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, ঢাকা থিয়েটার, ঢাকা পদাতিক, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, পালাকার, বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

রংবেরং- এর আরো খবর