English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

বিদ্যুৎবিভ্রাটে মুলতবি সংসদ অধিবেশন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

বিদ্যুৎবিভ্রাটের কারণে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন মুলতবি করতে হয়েছে। দিনের সব কার্যক্রম স্থগিত করে অধিবেশন মুলতবি করেন স্পিকার।

বিকেল ৫টার পর শুরু হওয়া এই অধিবেশন ঘণ্টাখানেক চলার পর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মুলতবি করে দেন স্পিকারের আসনে বসা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। মুলতবির ঘোষণায় ডেপুটি স্পিকার বিদ্যুৎবিভ্রাটের কথা না বললেও অনিবার্য কারণে অধিবেশন চালানো যাচ্ছে না বলে জানান। পরে সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে বসে সাংবাদিকদের তিনি বিদ্যুিবভ্রাটের বিষয়টি অবহিত করেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় সংসদ ভবনে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে। যে কারণে অধিবেশন চালানো যায়নি। কখন বিদ্যুৎ সরবরাহ সচল হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো তথ্য জানাতে পারেননি। গতকাল সংসদ অধিবেশন শুরুর সময় থেকেই পিএম ব্লক ছাড়া সাংবাদিক লাউঞ্জসহ সংসদ ভবনের সব জায়গায় ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে, যে কারণে সংসদ অধিবেশনের সংবাদ পাঠাতে ঝামেলায় পড়েন সংসদ বিটে কর্মরত সাংবাদিকরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সমস্যার কারণেই ইন্টারনেট কানেকশন সচল রাখা সম্ভব হয়নি।

খবর- এর আরো খবর