English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

মানববন্ধনে শিক্ষার্থীরা

৪০তম বিসিএসের আগেই চাকরির বয়স ৩৫ করুন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তির আগেই আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। ছবি : কালের কণ্ঠ

৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই সাধারণ শিক্ষার্থীদের জন্য চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সরকারের প্রতি শিক্ষার্থীরা এই দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সরকার সাধারণ শিক্ষার্থীদের চাকরিতে প্রবেশের আবেদনের বয়স ন্যূনতম ৩২ বছর করতে চাচ্ছে। আমরা ৩২ বছর মানব না। চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর চাই। সরকারের বর্তমান মেয়াদে ৪০তম বিসিএস পরীক্ষার আগেই এ দাবি বাস্তবায়ন করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগেও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। একজন সাধারণ ছাত্রের অনার্স মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশ হতে হতেই ২৭ থেকে ২৮ বছর হয়ে যায়। আর কিছু চাকরির আবেদন করতেই বয়স শেষ হয়ে যায়। তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার কোনো বিকল্প নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় দাস, যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ, সবুজ ভূঁইয়া, কামরুন নাহার ঝুমা প্রমুখ।

খবর- এর আরো খবর