ঘরের ভেতরে কোনো রাতের জোনাকিরা জ্বলজ্বল করেছিল?
জানলাটা খোলা ছিল
অরণ্যের দিকে
উড়ছে ভয়াল বাদুড়ের খামচানো বাগানের কোলাহল।
অন্ধকার ফের আকাশ আবিরে তৈলচিত্র এঁকেছিল
গুলির আওয়াজ...
সিঁড়ি বেয়ে গনগনে গড়িয়ে নামছে
পতাকায় জড়ানো রক্তের দীপ্তিতে ছড়ানো
ধানমণ্ডি লেকের দুপার...
উন্মত্ত রাতেরফুলকিতে জেগে ওঠা ভোর;
নক্ষত্রের মতোই অমর স্বপ্নের ঘোর।