শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই গোতাভায়া রাজাপক্ষেরসহ ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের আড়াই লাখ মার্কিন ডলার তছরুপের অভিযোগ গঠন করা হয়েছে। সরকারি ওই অর্থ দিয়ে তাঁর মা-বাবার নামে স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ করা হয়েছিল। দেশটির দুর্নীতি দমন আদালত এই অভিযোগ গঠন করেন। একই সঙ্গে তাঁদের দেশ ছাড়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল সোমবার রাজাপক্ষের পক্ষের আইনজীবী সাংবাদিকদের এ তথ্য জানান।
শ্রীলঙ্কায় আগামী বছরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে গোতাভায়াকে অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূত্র : এএফপি।