English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

মোবাইল নিয়ে পড়ে থাকে মা-বাবা, বিক্ষোভে নামল শিশুরা

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৩৩

মা-বাবা সারাক্ষণ মোবাইলে মুখ গুঁজে থাকেন। তাদের মোবাইল আসক্তিতে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে বিক্ষোভ করছে জার্মানির হামবুর্গের একদল শিশু।

জানা গেছে, অভিনব ওই বিক্ষোভের আয়োজকও একজন শিশু। সাত বছর বয়সী এমিল ওই বিক্ষোভের ডাক দেয়। যদিও এই বিক্ষোভের জন্য পুলিশের অনুমতির ব্যবস্থা করে দিয়েছে এমিলের বাবা-মা।

জানা গেছে, গত শনিবারের ওই বিক্ষোভে দেড় শতাধিক শিশু ও তাদের বাবা-মা উপস্থিত হয়। শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে এনেছিল বিক্ষোভের জন্য।

বিক্ষোভ সমাবেশে এমিল বলেন, আশা করছি, এই বিক্ষোভের ফলে মানুষজন তাদের মোবাইল ফোনে কম সময় ব্যয় করবে। সকল বাবা-মার উদ্দেশে এই বার্তা দিতে চাই, আমার সঙ্গে খেলো, তোমার স্মার্টফোনের সঙ্গে নয়।

গবেষণায় দেখা গেছে, বাবা-মার মোবাইল ফোন আসক্তি শিশুদের মধ্যে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। তারা ঘ্যানঘ্যানে বা প্যানপ্যানে শিশু হয়ে উঠতে পারে। এমনকি হাইপার অ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হতে পারে।

বিদেশ- এর আরো খবর