English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

শিক্ষককে বাঁচাতে নিজের লিভার গুরুদক্ষিণা দিলেন ছাত্র

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ১০ সেপ্টেম্বর, ২০১৮ ২২:০০

বর্তমান সময়ে এসে বহু শিক্ষার্থী তাদের শিক্ষকদের প্রাপ্য সম্মানটুকু দিতে চায় না। অথচ শিক্ষকের প্রাণ বাঁচাতে নিজের লিভার দান করে গুরুদক্ষিণার নজির সৃষ্টি করলেন এক ছাত্র।

জানা গেছে, মালয়েশিয়ার ওই ছাত্র পেশায় শিক্ষ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিজের লিভার দান করেন ২৫ বছর বয়সী চেন জে রঙ।

মালয়েশিয়ার কুয়ানতানের কং মিন চাইনিজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে নিজের লিভার দান করেছেন তিনি। ওই শিক্ষকের নাম লিয়াং ফেং পিন।

স্কুলে বিজ্ঞান পড়ান লিয়াং। ওই শিক্ষকের মেয়ে ঝেং জি জিংও ছিলেন তার সহপাঠী। ঝেং জি জিং বলেন, সম্প্রতি তার মাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাস-প্রশ্বাসের সমস্যা হলেও চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা ভালো আছে। সব সঙ্কটের মাঝেও তিনি চেনের খোঁজ-খবর রাখছেন।

বিবিধ- এর আরো খবর