English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

দুই তরুণীর উদ্দাম নাচ, তারপর...(ভিডিও)

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:২৯

দুই তরুণী নাচছিলেন। ঘরের দরজা ছিল বন্ধ।অন্ধ হলেও প্রলয় বন্ধ হয় না। আচমকা সেই ঘরে ঢুকে পড়লেন একজন।কে?-তাদের মা।তারপর?-এই উদ্দাম নাচের অপরাধে জুতাপেটা করতে শুরু করলেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।আর সঙ্গে সঙ্গেই দ্রুত ছড়িয়ে পড়ে।ভিডিওটি ইতিমধ্যে ৮ লাখেরও বেশিবার ভিউ হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, ঘরের দরজা বন্ধ করে দুই তরুণী নাচছেন। সাউন্ড বক্সে বাজছে গান। তাদের মা ঘরে ঢুকলেন আচমকা। এরপরই সমস্যার শুরু। তরুণীরা নাচে এতটাই মগ্ন ছিলেন যে, মাকে দেখতে পাননি। তাদের নাচ দেখে ভীষণ ক্ষিপ্ত হলেন মা। হাতের সামনে কিছু না পেয়ে পা থেকে জুতা খুলে মারতে শুরু করেন।

এবার দেখুন ভিডিও...

বিবিধ- এর আরো খবর