English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

জোকস : বৌয়ের কথা এভাবে মানতে বলেছে কে!

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:৪১

অফিস থেকে ঘরে ফিরে চুপচাপ বসে আছে মন্টুর বাপ। এমন তো সচরাচর হয় না। মন্টুর মা স্বামীকে কিছুক্ষণ পর্যবেক্ষণ শেষে জিজ্ঞাসাবাদ শুরু করলো-

হয়েছেটা কি তোমার?

ছাদ ধসে অফিসের সবাই মারা পড়েছে...

কী সর্বনাশ! তবে সৌভাগ্য, একমাত্র তুমি বেঁচে গেছ!

হুম। বাইরে সিগারেট খেতে গিয়েছিলাম। হঠাৎ আওয়াজ শুনে তাকিয়ে দেখি... আহ্ হা! আলিম সাহেব, হিটলার ভাই, মিস জোনাকি, আমাদের বস... সব শেষ...

মন খারাপ করো না। কপাল গুণে তুমি বেঁচে গেছ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া!

কিছুক্ষণ পর টিভি খুলে দুর্ঘটনার খবর দেখছিল দুজনে। এসময় সংবাদ পাঠক বললো- ওই দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে...

মন্টুর মা চিৎকার করে উঠলো- কতবার বলছি সিগারেট খাইবা না, কিন্তুক কে শোনে কার কথা! আমার কোনো কথাই তো শুনলা না... হায় কপাল আমার!

মাস কয়েক পর...

আজও মন্টুর বাপ অফিস থেকে ফিরে চুপচাপ বসে আছে। বিষয়টা ঠাহর করতেই স্বামীর দিকে ছুটলো মন্টুর মা-

বলি ঘটনা কী? ইমুন খামোশ হয়া আছো কেন?

আর কী করতে পারি বলো! আমাদের ঢাকা অফিসের সবাইকে কক্সবাজার বদলি করে দিয়েছে!

এরকম কেন করলো?

এটা শাস্তিমূলক বদলি।

কিসের শাস্তি? অপরাধটা কি?

অফিসে সিগারেট খাওয়ার...

থাকগে... শাস্তি হলেও এটা তোমার জন্য শাপে বর হিসেবে ধরে নাও। কক্সবাজার তো বেড়ানোর জায়গা। আমার আত্মীয়-বান্ধবীরা বেড়াতে পারবে... আমার অনেক দিনের শখ ছিল- লম্বা সময় ধরে কক্সবাজার থাকবো।

শুধু তো বদলি না, শাস্তি আরো আছে। কারো বেতনই তারা নিজেরা তুলতে পারবে না। যার যার স্বামী বা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠানো হবে টাকা।

এইটাও তো ভাল খবর! হাতে টাকা গেলে তুমি বেশি খরচ কইরা ফালাও। চিন্তা করো না। হাত খরচের টাকা ঠিকই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব সময় মতো!

কিন্তু আমাকে তো বদলি করে নাই...

তা কি করে হয়? তোমার মতো সিগারেটখোরকে বদলি করে নাই!

আগের অফিসে দুর্ঘটনায় সবাই মারা যাবার পর তুমি ধূমপান করতে নিষেধ করছিলা আমারে। তারপর থেকে সিগারেট ছুঁয়েও দেখিনি...

হায়রে কপাল আমার! লোকে শুনলে কইবো বৌয়ের গোলাম! আমারেই বা কী কইবো?

আমি তো শুধু তোমার কথা...

তোমাকে বৌয়ের কথা এভাবে মানতে বলেছে কে, ভেড়া কোথাকার! দূর হও...

(সংগৃহীত)

জোকস- এর আরো খবর