English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

'আমার মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল'

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:০৬

কয়েকদিন আগে নিজেকে জারজ সন্তান বলে জানিয়েছিলেন তিনি। এবার নিজের মেয়ের আত্মহত্যা করার চেষ্টার কথাও অকপটে স্বীকার করলেন প্রযোজক-পরিচালক মহেশ ভাট।

ডার্ক সাইড অফ লাইফ-মুম্বাই সিটিতে এবার অভিনয় করছেন মহেশ ভাট। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই মহেশ তাঁর মেয়ে শাহীনের আত্মহত্যার চেষ্টার কথাও জানান। তিনি বলেন, এটা মানসিক এক অসুস্থতা। চিকিৎসা করালে সেরেও উঠে। যেমন ডায়াবেটিস হলে তাঁর ওষুধ আছে। ঠিক তেমনই অবসাদ হলে তারও চিকিৎসাও আছে। আমার মনে হয়, আমাদের দেশে মানসিক অসুস্থতা নিয়ে প্রত্যেক প্রজন্মের মধ্যে সচেতনতার অভাব আছে। দেশের অধিকাংশ বাড়িতেই কেউ না কেউ অবসাদের স্বীকার হয়ে থাকে।

মহেশ আরও বলেন, আলিয়ার বোন শাহীন যখন ১৬ বছর, ও মারাত্মক অবসাদে ভুগেছিল। ১২-১৩ বছর বয়সে এমন পরিস্থিতি হয়েছিল যে আত্মহত্যা করতে গেছিল। গতবছর অক্টোবর মাসে শাহীন নিজের অবসাদের কথা ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে বলেছিলেন।

বিনোদন- এর আরো খবর