English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

বাবার সাথে পুরনো ছবি শেয়ার করলেন সঞ্জয়কন্যা ত্রিশলা

  • কালের কণ্ঠ অনলাইন   
  • ১১ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০৯

প্রায়ই নিজের ও পরিবারের অন্যদের নানা সময়ের নানা রাকম ছবি পোস্ট করে থাকেন সজ্ঞয়কন্যা ত্রিশলা দত্ত। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে সক্রিয় তিনি। এই তো কদিন আগেই তিনি তাঁর প্যারিস ও লন্ডন ভ্রমণের বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন এবং সেই ছবিগুলো তাঁর ইনস্টা-ফ্যামের কাছে জনপ্রিয় হয়।

ছবিগুলোতে সত্যিকার অর্থেই লাস্যময়ী ছিলেন ৩০ বছর বয়সী এই স্টার কিড।

আজ এমনই একটি ছবি পোস্ট করেছেন ত্রিশলা। তবে এই ছবিটি একটি থ্রো-ব্যাক ছবি। এটি অনেক দিন আগের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের কোলে ছোট্ট ত্রিশলাকে। আর এই ছবিটি পোস্ট করে তার শিরোনামে ত্রিশলা লেখেন, আ ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট।

এর আগেও প্রিয় বাবাকে নিয়ে অনেক ছবি পোস্ট করেছেন ত্রিশলা। সম্প্রতি হফস্ট্রা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ত্রিশলা সঞ্জয় ও রিচা শর্মা দম্পতির কন্যা। সূত্র : এনডিটিভি

বিনোদন- এর আরো খবর