English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

ফেনীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

  • ফেনী প্রতিনিধি   
  • ১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৫৬

ফেনী দাগনভূঞা বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নজরুল ইসলাম (৩২) নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে ফেনী-মাইজদী সড়কের দাগনভূঞা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দাগনভূঞা বাজার থেকে ফেনীগামী পিকআপ থানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এর সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নজরুল ইসলাম নিহত হন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক বাস ও পিকআপ জব্দ করেছে। নিহত নজরুল ইসলাম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার তাহের ঘোনা গ্রামের মন্তু মিয়ার ছেলে।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ পিকআপ চালক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

সারাবাংলা- এর আরো খবর