বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে বিপুল হালদার (৪৫) নামের এক কৃষক ও দুটি গাভী মারা গেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের গোগলপাতি গ্রামে ওই কৃষক এবং দুপুর আড়াইটার দিকে রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর মাঝের চর গ্রামে গরু দুটির মারা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ওই গ্রামের বিমল হালদারের ছেলে বিপুল দুপুরে বৃষ্টির মধ্যে গোয়াল ঘরের পাশে গরুর খাবার দিচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়। এ ছাড়া রায়েন্দা ইউনিয়নের ইউপি সদস্য মো. জাকির খান জানান, মাঝের চর গ্রামের জাকির হাওলাদারের গোয়াল ঘরে বজ্রপাত ঘটলে গরু দুটি মারা যায়।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমদ্দার জানান, পরিবারের লোকজন বেঁচে আছে ভেবে বিপুলকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।