শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গাঁজা সেবনের অভিযোগে চার তরুণকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে ক্যাম্পাসের কেন্দ্রীয় গবেষণা মাঠ থেকে তাদের আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহব্বত আলী জানান, রাত সোয়া ৮টার দিকে কেন্দ্রীয় গবেষণা মাঠে উপ-উপাচার্য ড. মো. সেকেন্দার আলী, প্রক্টর ড. ফরহাদ হোসাইন, শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ মো. হাসানুজ্জামান আকন্দ ও সহকারী প্রক্টর মো. দুলাল সরকার ওই চার তরুণকে হাতেনাতে আটক করেন। এর পর সবাইকে শেরেবাংলানগর থানায় সোপর্দ করা হয়। আটক চার তরুণ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ঢাকা কলেজে লেখাপড়া করে।
শেরেবাংলানগর থানার এসআই অঞ্জন সরকার বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চারজনকে আমাদের কাছে সোপর্দ করেছে। ওসি স্যারের নির্দেশে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।