English

অনলাইন

আজকের পত্রিকা

ফিচার

সম্পাদকীয়

চরমোনাই পীর বললেন

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:৫৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। বর্তমান সংসদের প্রতি মানুষের কোনো আস্থা নেই। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, বিগত নির্বাচনগুলোতে তার প্রমাণ মিলেছে।

গতকাল মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-৪ রূপসা-তেরখাদা আসনের নন্দনপুরে আয়োজিত নির্বাচনী শোডাউনে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বর্তমান সংসদ বহাল রেখে নির্বাচন হলে সে নির্বাচন কখনোই প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনে সব দলের সমান সুযোগ সৃষ্টি করতে হলে বর্তমান বিতর্কিত সংসদ ও সংসদ সদস্যদের অবশ্যই ক্ষমতাহীন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে।

রাজনীতি- এর আরো খবর